প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৩, ১:০৮ অপরাহ্ণ
সোনাতলায় এডিপির অর্থায়নে বিভিন্ন সামগ্রী বিতরণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
আব্দুর রাজ্জাক সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় উপজেলা পরিষদের উদ্যোগে এডিপির অর্থায়নে হুইলচেয়ার, মোটরসাইকেল হেলমেট ও স্প্রে মেশিন বিতরণ উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে শনিবার সকাল ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হল রুমে সুধী সমাবেশ ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ও বিতরণ করেন বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান । সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল প্রমূখ।
সামাজিক সংগঠন আলোর প্রদীপ এর চেয়ারম্যান এম এম মেহেরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেসমিন হায়দার,
থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেডসহ দলীয় নেতা কর্মীরা। এসময় উপজেলার পৌরসহ বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীদের মাঝে ১০০টি হেলমেট, ৭৪টি সেলাই মেশিন, ১৩ টি হুইল চেয়ার, ৬৬টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত