আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবিপির অর্থায়নে উপজেলার দুস্থ ও অসহায়দের মাঝে টিউবওয়েল, ডেউটিন সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২জুলাই বুধবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হল রুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিতরণ পুর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া স্থানীয় সরকার উপ-পরিচালক মাসুদ আলী বেগ। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী টিম,উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তাহের প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মইনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তা মোর্শেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আকতার, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ নাথ সাহা, উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী, তেকানী চুকাই নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল মন্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।
Leave a Reply