স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায উপজেলার পাকুল্লা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শিলা আক্তার (১৭) এর সাথে একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সহপাঠি রিমন হাসান (১৭) প্রেমের সম্পর্কের সূত্রধরে প্রায় ৩মাস আগে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। এর কিছুদিন পর তারা বাড়িতে এসে ঘরসংসার করে আসছিল। গত সোমবার দিবাগত রাতে কিশোরী গৃহবধু শিলা আক্তারকে অসুস্থ অবস্থায় স্বামী রিমন হাসান ও তার পরিবারের লোকজন সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শজিমেক হাসপাতালে রেফার করে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। সে উপজেলার পাকুল্লা ইউনিয়নের মিলনের পাড়া(পদ্মপাড়া) গ্রামের সেলিম রেজার মেয়ে।
একাধিকসূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার মিলনেরপাড়া গ্ৰামের সেলিম রেজার মেয়ে পাকুল্লা উচ্ছ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী একই শ্রেণীতে অধ্যয়নরত নিজ গ্ৰামর শহিদুল ইসলাম মন্ডলের ছেলে মোঃ রিমন ইসলাম এর ভালবাসার সম্পর্ক গড়ে । সেই সম্পর্ককে স্থায়ী ভাবে রুপ গত প্রায় মাস তিনেক আগে মোঃ রিমন ইসলাম শিলা আক্তারকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর বাঁধে । সে সময়ে শিলার পরিবার মেয়েটির খোঁজ না পেয়ে থানায় একটি জিডি করেন ।
শিলা আক্তারের পরিবারের লোকজন জানিয়েছেন, রিমন হাসান ও তার পরিবারের লোকজন তাকে নির্যাতন করে হত্যা করেছে।
সোনাতলা থানার ওসি সৈকত হাসান জানান,লাশ মর্গে পাঠানো হয়েছে ।ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
Leave a Reply