আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ "বই পড়ি আলোকিত জীবন গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাতলা পৌর এলাকার কামারপাড়া গ্রামে ইসলামী পাঠাগার ও দাওয়াহ সেন্টার ২০২২ সাল থেকে বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে। পাঠাগারে পিছিয়ে পড়া কমলমতি ছেলে-মেয়েরা বই পড়ে জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, হাম নাদ, কুইজ ও রচনা প্রতিযোগিতাসহ গরীব অসহায় দরিদ্রদের পাশে দাঁড়িয়ে লেখাপড়া চালানোর চেষ্টা করে যাচ্ছেন।
এরই আলোকে ৯ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে বগুড়ার সোনাতলা কামারপাড়া ইসলামী পাঠাগার ও দাওয়াহ সেন্টারের উদ্যোগে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় কামারপাড়া আহলে হাদিস জামে মসজিদ উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইউনুছ আলী সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সোনাতলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ সভাপতি ও পাকুল্লা রহমানিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আশরাফুল আলম আপেল।
প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক মশিউর রহমান, প্রধান আলোচক কামারপাড়া ইসলামী পাঠাগার ও দাওয়াহ সেন্টারের প্রতিষ্ঠাতা ও মা ডিজিটাল ক্লিনিকের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম । সংগঠনের সভাপতি মেহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাম রব্বানী, আহসান হাবীব দুলাল, আলহাজ্ব মোকলেছুর রহমান, সংগঠনের সদস্য আব্দুর রাজ্জাক, পাঠাগারের সহ-সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন ও শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী হাতে তুলে দেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com