1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন

সোনাতলায় ওয়ালটনের পণ্যের নামে লটারির টিকিট বিক্রি করে প্রতারণাঃ ১ জনকে আটক করে জরিমানা

  • রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২১১

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলায় ওয়ালটনের পণ্যের নামে পুরস্কার দেয়ার কথা বলে প্রতারণা করে লটারির টিকিট বিক্রির সময় একজনকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার বগুড়া সদরের ফুলবাড়িয়া উত্তরপাড়া এলাকার নজরুল ইসলাম মন্ডলের ছেলে পিয়াস মন্ডল (৩৫) একটি অটোরিকশাযোগে বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে লটারির টিকিট বিক্রি করে আসছিল।

এক পর্যায়ে সে উপজেলা সদরে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে ওই লটারির টিকিট বিক্রিকালে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট সাবরিনা শারমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ওই ব্যক্তির নিকট থেকে বিপুল পরিমান লটারির টিকিট জব্দ করা হয়।

উল্লেখ্য, সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় ওয়ালটন পণ্যের নামে পুরস্কার দেয়ার কথা বলে প্রতারণা করে লোভ দেখিয়ে ১০ টাকা মূল্যের ওই টিকিট বিক্রি করা হচ্ছিল। চিফ টিভি চ্যানেলের নামাঙ্কিত লোগো লটারির স্টিকারে লাগানো ছিল। বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় ওয়ালটন গ্রুপের নাম ব্যবহার করে এবং অনুমোদনহীন চিফ টিভির লোগো ব্যবহার করে প্রতারণামূলক লটারির টিকেট তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণা করার চেষ্টা চালিয়ে আসছিল চক্রটি। এতে ১০ টাকা মূল্যের টিকিটে লোভনীয় পুরস্কার উল্লেখ করে সরকারি অনুমোদন ছাড়াই সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে টিকেট বিক্রিকালে তাকে আটক করা হয়।

পরে নির্বাহী কর্মকর্তা ওয়ালটন বগুড়ায় এ খোঁজ নিয়ে জানতে পারেন ওয়ালটন কর্তৃপক্ষ এ ধরণের কোন পুরস্কারের ঘোষণা দেয়নি বা কাউকে এ ধরণের লটারির টিকেট বিক্রিরও অনুমোদন দেননি। আটককৃতরা প্রতারণামূলক ভাবে এসব লটারির টিকেট তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই টিকিট বিক্রেতা দোষ স্বীকার করার পর ভ্রাম্যমাণ অভিযানে তাকে ৫ হাজার জরিমানা করা হয়।

ইউএনও বলেন, ‘ওয়ালটন কর্তৃপক্ষকে এই প্রতারণায় বিষয়টি জানানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট