স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী কমিউনিটি ক্লিনিকের টিউবয়েল চুরি হয়েছে। রবিবার রাতে ওই কমিউনিটি ক্লিনিকের সামনে টিউবয়েলটির প্রোটেকশন রড কেটে চোরেরা চুরি করে নিয়ে যায়। এঘটনায় সোনাতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
ওই ক্লিনিকের সিএইচসিপি আব্দুল্লাহ আল মামুন জানান, মধ্য দিঘলকান্দী কমিউনিটি ক্লিনিকের প্রাচীর না থাকায় অরক্ষিত ছিল টিউবয়েলটি। সোমবার সকালে কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালন করতে গিয়ে দেখি টিউবয়েল চুরি হয়ে গেছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানকে জানাই। এরপর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে সোনাতলা থানায় অভিযোগ দায়ের করেছি।
সোনাতলা থানার ডিউটি অফিসার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানাগেছে, ওই এলাকায় দিন দিন চুরির ঘটনা বেড়েই চলেছে। এছাড়া হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মাদক। মাদকের অর্থ যোগাতে অনেকেই বিভিন্ন অপরাধের সাথে জড়াচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com