আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ চলমান সহিংসতা নিয়ন্ত্রণে বিদ্যমান কারফিউতে বগুড়ার সোনাতলায় কর্মহীন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
১৯ জুলাই সোমবার বার দুপুরে রেলগেট এলাকা থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়কে থাকা রিকশা, ভ্যান ও সিএনজি চালকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এসব খাবার বিতরণ করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু।
এসময় তিনি বলেন, চলমান কারফিউতে দেশের মানুষ কর্মহীন হয়ে পড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদেরকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান করেন। এর প্রেক্ষিতে আমার পৌর এলাকার কর্মহীন মানুষের নাজুক অবস্থা তাই তাদের মুখে হাসি ফোটাতে রান্না করা খাবার বিতরণের করা হয়। আমরা সামান্য হলেও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আশা করি বিত্তবানরাও এগিয়ে আসবে।
খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মশিউর রহমান রানা, ১নং ওয়ার্ড কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, জামাল উদ্দিন তালুকদার, রেজাউল, তরিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কুলসুম বেগম, সাবিনা ইয়াসমিন, কহিনূর বেগমসহ পৌর কর্মচারীবৃন্দ।
Leave a Reply