আব্দুর রাজ্জাক, সোনাতলা সংবাদঃ বগুড়ার সোনাতলায় ব্রিজের নিচে থেকে ফুলজান (৮০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার ভোর ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আড়িয়া চকন্দন এলাকার কালিতলা ব্রিজের নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ফুলজান ওই এলাকার আকালু খন্দকারের স্ত্রী।
স্থানীয়রা জানায়, আজ ভোরে লাশের একটি হাত দেখতে পাওয়া যায়। কাছে গিয়ে দেখা যায় লাশটি উপর হয়ে আছে। পরে লাশটিকে তুলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। এবং নিহতের নাতী হাসান লাশটি বাড়িতে এনে গোসলের ব্যবস্থা করান।
নিহতের নাতী হাসান খন্দকার বলেন, ‘আমার দাদি খুব বয়স্ক লোক। চলাফেরাও তেমন করতে পারেনা। চোখেও কম দেখে। তিনি বিছানাতেই প্রসাব-পায়খানা করে। এবং ওই ডোবায় গিয়ে নিজেই তা পরিস্কার করেন। আমাদের ধারনা এই প্রসাব-পায়খানা পরিস্কার করতে গিয়েই পানিতে ডুবে মারা গেছেন।
এ ব্যাপারে নিহতের স্বামী আকালু খন্দকার বলেন, ‘আমি বয়স্ক মানুষ, দুজন একসাথে ঘুমাচ্ছিলাম। রাতে কখন যে উঠেগেছে জানিনা। আমি জানি বাড়িতে লোক আছেই। আমার বুড়িকে তারাই দেখবে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে শুনতে পেলাম আমার বুড়ি মারা গেছে’।
সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, ‘গতরাতে ওই বৃদ্ধা ফুলজান বিছানায় প্রশাব-পায়খানা করেছিলেন। পড়ে তা ডোবায় নিজেই পরিস্কার করতে গেলে পানিতে ডুবে মারা যান। এ ব্যাপারে এখনও আমি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply