স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামে কিশোর গ্যাং কর্তৃক মধ্য রাতে বসতবাড়িতে হামলা ভাংচুর লুটপাট ও মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভুগি সোহান হোসেন সোনাতলা থানায় ৬ জন কিশোরের নাম উল্লেখ করে আরও ১৬ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাগেছে, গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারী) উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামের হারুনুর রশিদের ছেলে সোহান হাসান বাড়ির পাশ্ববর্তী ওরশ থেকে রাতে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ে।
রাত ২টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর সুখানপুকুর গ্রামের আলমের ছেলে সাজু মিয়া (১৬), শিহিপুর গ্রামের খট্টু মিয়ার ছেলে ইমরান (১৭) ও জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামের লাল মিয়ার ছেলে মানিক মিয়া (১৫) দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে ওই বাড়িতে যায়।
এসময় ঘড়ের দরজা ভেঙ্গে প্রবেশ করে সোহান হাসানকে বেদম মারপিট করে। এসময় ঘড়ের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট চালায়। লুটপাট কালে নগদ টাকা মোবাইল ফোন ট্যাবসহ মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগে জানানো হয়।
এ ব্যাপারে সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী সোনাতলা সংবাদকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com