সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সোনাতলা উপজেলায় ২০২২ ও ২০২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০ জুলাই সোনাতলা উপজেলা অডিটোরিয়াম হলরুমে বেলা ১২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক। শুভেচ্ছা বক্তব্য দেন শেখ নজমুল ইসলাম, ইউএসসিও।
অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার সেতারা রওশন জাহান, প্রভাষক বিশ্বজিৎ সরকার (সরকারি নাজির আকতার কলেজ), উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও সোনাতলা মহিলা কলেজের সভাপতি একেএম আহসানুল মোমিনীন সোহেল, ড. এনামুল হক কলেজের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক,
জাহানারাবাদ আলিম মাদ্রাসার সভাপতি ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এম. জেড. ইসলাম কামাল, বয়রা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ এবং অভিভাবক প্রতিনিধি বাবুল আক্তার।
ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইশাত আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক রেজওয়ানুল হক। অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের ৪০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply