আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় কোটা আন্দোলনে সহিংসতা ও নাশকতার মামলায় শ্রমিকদল জামায়াতের সাবেক আমিরসহ ১৫জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
১৮ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত পর্যায় ক্রমে গ্রেফতার কৃতরা হলেন, বিএনপি সমর্থক মোঃ ফেরদৌস আলম বাবু, সাবেক সাধারণ সম্পাদক পৌর যুবদলের সোয়েব আহমেদ , ছাত্র দলের সদস্য রায়হানুল ইসলাম রনি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক রনি শেখ, বালুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন গলা, যুবদলের সদস্য শাহ আলম, সেলিম প্রামাণিক,
বিএনপি নেতা দুলা বেপারী উরফে মতিয়ার, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মামুন হাসান, পৌর যুবদলের নেতা মোঃ শামীম হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শিপন মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোনারুল ইসলাম বিটু, ছাত্র শিবির সমর্থক মামুন হাসান, বিএনপির সদস্য রেজাউল করিম শ্যামল ও জামায়াতের সাবেক আমির রহুল আমিন।
সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, বগুড়া সদর থানার’নাশকতার মামলায় পর্যায় ক্রমে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে’।
Leave a Reply