1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন

সোনাতলায় গম ও ভূট্টা ক্ষেত থেকে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

  • শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৮৭

বিকাশ চন্দ্র স্বর্নকারঃ বগুড়া সোনাতলায় গম ও ভুট্টা জমি থেকে কেটে মাড়াই করে ঘর পর্যন্ত তুলতে অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা । যদিও একটু বৈরী আবহাওয়ার কারণে একটু সমস্যায় পরতে হচ্ছে কৃষকদের। তবে খুব একটা বেগ পেতে হচ্ছেনা কৃষানীদের । তথ্য প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে চলেছে দেশ । তাইতো হারভেষ্টার মেশিন দ্বারা মাঠেই গম কাটা মাড়াই ও বস্তাজাত হয়ে যাচ্ছে কৃষকদের ঘরে । অপরদিকে প্রতি বিঘা গম কাটা মাড়াই শেষে বস্তাজাত করতে কৃষকদের গুনতে হয় ১৬০০/১৮০০টাকা ।
মাঠেই কথা হলো হারভেষ্টর মেশিন মালিক পার্শ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার বলাইল গ্ৰামের মোঃ রবিউল ইসলাম এর সাথে। তিনি জানান, এবার ১৫০বিঘা জমির গম কাটা মাড়াই ও বস্তাজাত করে কৃষকদের ঘর পর্যন্ত পৌঁছে দিবেন তিনি । যদি উপজেলার পাকুল্লা ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলের অনেক কৃষকই বলেছেন এবার শীত কম হওয়ায় কারণে বিঘা প্রতি গমের ফলন একটু কম হয়েছে । মির্জাপুরের কৃষক মোঃ আফছার আলী বলেন, গম শীতকালীন ফসল কিন্তু এবার শীতের প্রকোপটা একটু কম থাকার কারণে গমের ফলন কিছুটা কম হয়েছে ।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবার এ উপজেলায় বারি ২৬,২৭থেকে ৩০জাতের গম প্রায় ৫শত ৫হেক্টর জমিতে কৃষকেরা চাষাবাদ করেছেন । পাশাপাশি কাবেরী, দূর্জয়,কমান্ড ৯৯৯জাতে ভূট্টাও লাগিয়েছে কৃষক । গম ও ভূট্টার ফলন এ উপজেলায় মোটামুটি ভালো হয়েছে । অফিস ও স্থানীয় কৃষকরা আরো জানিয়েছে, গম বিঘা প্রতি ১১/১৩মন এবং ভূট্টা বিঘা প্রতি ৩০/৩৫মন হারে এবার ফলন হয়েছে । এদিকে গতবার গমের বাজার মুল্য কম ছিল তবে এবার গমের বাজার দর বেশি হওয়ায় কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে । কৃষকেরা হাসি মুখে বলেছেন, এবার গমের বর্তমান বাজার মূল্য মন প্রতি ১৬শত থেকে ২হাজার টাকা পর্যন্ত ।
উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান, গম ও ভূট্টা শীতকালীন ফসল । তবে এবার শীতের তীব্রতা একটু হওয়ায় ফলন কিছুটা কম হয়েছে । তার পরামর্শ কৃষকেরা যদি আরো যত্নবান হয়ে কৃষি অফিসের পরামর্শ নিয়ে সব ধরনের ফসল ফলায় তাহলে হয়তো আরো বেশি ফসল ফলানো সম্ভব হবে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট