সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সোনাতলা থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে উপজেলার পাকুল্লা ইউনিয়নের চারালকান্দি গ্রাম হতে গাঁজাসহ মালেকা বেগম (২৭) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে সন্ধ্যায় আটক করেছে। মালেক বেগম ওই গ্রামের লাভলু মিয়ার স্ত্রী। এ ব্যাপারে সোনাতলা থানা ইন্সপেক্টর (তদন্ত) অফিসার কামাল হোসেন জানান, ৩ সেপ্টেম্বর, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ চারালকান্দি গ্রামে অভিযান চালিয়ে ২'শ গ্রাম গাঁজাসহ নিজ বাড়ি থেকে মালেকা বেগমকে আটক করেন। থানায় মাদকদ্রব্য আইনে মামলায় তাকে রবিবার চার সেপ্টেম্বর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com