সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গত শনিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার সোনাকানিয়ায় তার নিজ বাড়ি থেকে ১১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ আবু তালেব। সে সোনাকানিয়া গ্রামের কাশেম মোল্লার ছেলে।
সোনাতলা থানার এসআই শামীম রেজা বলেন, আটককৃত আবু তালেব দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে থানার ফোর্স নিয়ে তাকে আটক করি। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com