স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি মাছুদুর রহমান রানা (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষনের চেষ্টাকারী রানা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর পশ্চিম পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
থানা সুত্রে জানা যায়, গৃহবধুর স্বামী বাহিরে চাকুরি করার সুবাদে বাবার বাড়ি শিহিপুর গ্রামে অবস্থান করে ওই গৃহবধূ। ২৫ ফেব্রুয়ারি গৃহবধুকে বাড়িতে রেখে সকালে ছোটভাইকে নিয়ে স্কুলে যায় তার মা। গৃহবধু বাসায় কাজকর্ম করার সময় রানা শ্যালো মেশিনের হ্যান্ডেল রেখে যায় ওই বাড়িতে। কিছুক্ষণ পর হ্যান্ডেল ফেরত নিতে এসে গৃহবধুর সাথে নানা ধরনের কথাবার্তার বলতে থাকে। এক পর্যায়ে রান্নার জিনিসপত্র নেওয়ার জন্য ঘরে প্রবেশ করলে রানা সুকৌশলে ঘরে প্রবেশ করে তাহার অসৎ কাম লালসা হাসিল করণের লক্ষে জোরপূর্বক ঝাপটাইয়া ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধু ডাক চিৎকার করলে রানা তাকে ছেড়ে দিয়ে সু কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় গৃহবধু বাদী হয়ে ১মার্চ সোনাতলা থানায় ধর্ষণের চেষ্টাকারী রানাকে আসামি করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০২০) এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করেন, মামলা নম্বর -১।
এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী সোনাতলা সংবাদকে ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার করে আজ সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com