আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় গোয়ালঘরের তালা ভেঙে ৪টি গরু চুরি হয়েছে। গত ৮ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় গোয়াল ঘরের তালা ভেঙ্গে কালো রঙের গাভী ১টি, লাল রঙের গাভী ১টি, শাহী ওয়াল বকনা বাছুর১টি ও বিদেশি ক্রস কালো সাদা রং এর বোকনা বাছুরসহ
৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালুয়া ইউনিয়নের পুগলিয়া গ্রামের অবসর প্রাপ্ত ব্রিটিশ সৈনিক মৃত আজহার আলী মন্ডলের ছেলে বদরুজ্জামান এর গোয়াল ঘরে।
এঘটনায় বদরুজ্জামান বদরের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম রিফাত বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।
তিনি জানান, প্রতিদিনের ন্যায় গরু ৪টি গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে যাই। রাতে কে বা কাহারা গোয়ালঘরের তালা ভেঙে গরু ৪টি চুরি করে নিয়ে যায়। তিনি আড়ও জানান, এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, সাধারণ ডায়েরি পেয়েছি দ্রুত চোর চক্রকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply