স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বালুয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামে গ্যাস ট্যাবলেট সেবনে ফুলেরা রানী(৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে । সে ওই গ্রামের মো. সানোয়ার হোসেনের স্ত্রী এবং একই গ্রামের মৃত আজিজার রহমান মণ্ডলের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, বালুয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের ফুলেরা রানী দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীনতায় ছিলেন। সোমবার সকাল ৭টার দিকে সবার অজান্তে গ্যাস ট্যাবলেট সেবন করে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই সকাল ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ(ওসি) মিলাদুন নবী বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply