আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে বগুড়ার সোনাতলা জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
৭ মার্চ শুক্রবার দিবাগত রাতে উপজেলার গোসাইবাড়ি গ্রামের হাসান আলীর ছেলে ভূক্তভোগী আব্দুল হামিদ বাদী হয়ে চেয়ারম্যান গোলাম রব্বানী কে প্রধান আসামিসহ ৮ জন নামীয় ২০/৩০ জনকে অজ্ঞাত রেখে থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে জানা গেছে, ১ মাস পূর্বে মামলার বাদীর ছেলে এরশাদুল তার শ্বশুর বাড়ি ভেলুরপাড়া গ্রামে মোটরসাইকেল দিয়ে যাওয়ার পথে রাস্তার মধ্যে চেয়ারম্যান এর ভাতিজা রিফাত মোটরসাইকেল নিয়ে সামনে জোড়ে হর্ণ বাজানসহ এদিক সেদিক বাউলি মারতে থাকে। গাড়ী থামিয়ে তাকে এ ধরনের আচরণের বিষয় জানতে চাইলে সে বলে আমি চেয়ারম্যানের ভাতিজা বেশি কথা বললে, জানে মেরে ফেলতে পারি। এ অবস্থায় সেখান থেকে এরশাদ কেটে পরে।
এরই জের ধরে গত ৩ মার্চ রাতে ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, ভাতিজা রিফাত ও তার লোকজন লোহার রড, চাপাতি, শাবল, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে ঠিক তারাবি নামাজ এর সময় ভেলুরপাড়া থেকে গোসাইবাড়ি গ্রামে বাদীর বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায় তারা। বাঁধা দিতে গেলে বাড়িতে থাকা বাদীর স্ত্রী ফুলবি বেগমকে রাম দা দিয়ে চোট মারলে কানে লেগে কেটে যখম হয়। এবং বলে তোর ছেলে কোথায় ওকে জানে মেরে ফেলা হবে । গালাগালি পারতে পারতে চলে যাওয়ার সময় মসজিদে তারাবি নামাজের মুসল্লিরদের কানে গালাগালি শব্দ গেলে ডাকাত পরেছে বলে মূসল্লিরা চিৎকার দিয়ে ধাওয়া করলে প্রাণ ভয়ে তারা দৌড়ে পালাতে গিয়ে গাছের সাথে লেগে আঘাত প্রাপ্ত হয় বলে মামলায় উল্লেখ করে।
এ ঘটনায় চেয়ারম্যানসহ ৭জন ব্যাক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। গত ৫ মার্চ চেয়ারম্যান গোলাম রব্বানী বাদী হয়ে ২৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন , ওই মারপিটের ঘটনায় চেয়ারম্যান গোলাম রব্বানী বাদী হয়ে ৫ মার্চ একটি মামলা করেন। প্রতিপক্ষরা আজ কাউন্টার মামলা দায়ের করেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com