1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলীর মহিষাবানে ফুটবল খেলায় ফতেহ আলী বাজার মৎস্য সমিতিকে হারিয়ে কলোনী বাজার বিজয়ী বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্টে সাবেক এমপি লালু সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার

সোনাতলায় চরাঞ্চলে মরিচের বাম্পার ফলনের সম্ভাবনা 

  • মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৯৬

 আব্দুর রাজ্জাক, প্রধান প্রতিবেদকঃ বগুড়ায় সোনাতলায় নমুনার বিস্তীর্ণ চরাঞ্চলে এবার মরিচের ব্যাপক আবাদ হয়েছে। বাড়তি দু’পয়সা ঘরে তুলতে এ অঞ্চলের কৃষকরা ঝুঁকে পড়েছেন মরিচ চাষের দিকে।

সরেজমিনে দেখা যায়, কৃষকরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন মরিচ ক্ষেত পরিচর্যার কাজে। আবহাওয়া অনুকূল থাকায় এবার মরিচের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। কৃষকেরা স্থানীয় উন্নত জাতের পাশাপাশি হাইব্রিড জাতের মরিচের চাষ করেছে বেশি।

এবারের লক্ষ মাত্রা ছিল ১০২৪ হেক্টর সেখানে ৯১০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। সময় আছে আরও সম্ভাবনা রয়েছে।

উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়নের ভেকিরতাইড় গ্রামের যমুনা চরাঞ্চলের  কৃষক বাদশা মিয়া বলেন, গত বছরে ১০ কাঠা মাটিতে দেশি জাতের মরিচ করছিলাম ভালো মুনাফা পেয়েছি। এবার ১বিঘা জমিতে মরিচ লাগিয়েছি আবহাওয়া এভাবে থাকলে গতবারের তুলনায় এবার বেশি মুনাফা পাওয়ার আশা করছি।

কৃষক মন্টু, আফজাল, শরীফ উদ্দিন, সাইদুলসহ অনেকেই বলেন, গত বারের তুলনায় এবার আমাদের মরিচের ফলন ভালো হয়েছে, আবহাওয়া ভালো থাকার কারণে। লাভ বেশি হওয়ায় এ চরে বেশির ভাগ কৃষকরা হাইব্রিড জাতের মরিচের চাষ করে।

উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার, কৃষকদের দোরগোড়ায় বীজ ও সার পৌছে দিয়ে থাকে, একারণেই কৃষকদের মুখে হাসি। এবার আবহাওয়া ভালো আছে মরিচের ফলন আশানুরূপ ভালো হয়েছে। চরঞ্চলের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ কৃষকই মরিচ চাষের সঙ্গে যুক্ত আছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, মরিচ একটি অর্থকরী মসলা জাতীয় ফসল। মরিচের বীজ বপনের ৩০-৪০ দিনের মধ্যে গাছে ফুল আসে এবং ৬০-৭০ দিনের মধ্যে কৃষক গাছ থেকে মরিচ উত্তোলন করতে পারে। এই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে যমুনা ও বাঙালী নদী। তাই বন্যার পর পরেই কৃষকরা চরাঞ্চলে ব্যাপক মরিচ চাষ করেছে।

 এবার আমাদের লক্ষমাত্রা ১ হাজার ২৪ হেক্টর জমিতে মরিচের আবাদ হওয়ার সম্ভবনা এ পর্যন্ত ৯১০ হেক্টর জমিতে মরিচ হয়েছে । তবে সময় এখনো আছে আরো মরিচ উৎপাদন হবে বলে আশা করছেন তিনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট