আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্তের জেরে চাচা কর্তৃক ভাতিজা এরশাদুল ও ভাতিজা বউ ইমা আক্তারকে মারপিটসহ গাছ ভেঙ্গে ৪০ হাজার টাকা ক্ষতি করেছে। ঘটনাটি ঘটেছে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার বালুয়া ইউনিয়নের মহিষা বাড়ি গ্রামে বাড়ির উঠানে।
এঘটনায় এরশাদের বাবা মোঃ মোকছেদ আলী বাদী হয়ে ৫জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন মহিষাবাড়ি গ্রামের মৃত মোবারক আলী প্রাং এর ছেলে ছায়দার আলী প্রাং, স্ত্রী মোছাঃ সেরেনা খাতুন, ছেলে মোঃ শিপন মিয়া (২৫),মোঃ লিপন মিয়া (২২), ও ছেলে বউ মোছাঃ মরিয়ম বেগম (২২)।
অভিযোগে উল্লেখ করেন, পূর্ব শত্রুতা, জমি জমা এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার ৭ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ ছায়দার ও তার লোকজন আমার বসতবাড়ীর সামনে এসে আমাদেরকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার ছেলে মোঃ এরশাদুল তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা ক্ষইপ্ত হয়ে আমার ছেলেকে এলোপাথারি মারপিট করে। আমার ছেলের ডাকচিৎকারে আমার ছেলেকে রক্ষা করার জন্য আমার ছেলে স্ত্রী মোছাঃ ইমা আক্তার আগিয়ে আসলে তারা আমার ছেলের স্ত্রীর চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করতে থাকে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা বেদনা দায়ক জখম হয়। তাহাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন আগিয়ে এসে আমার ছেলে এবং ছেলের বউকে প্রাণে রক্ষা করে। এমন সময় প্রতিপক্ষরা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করার সময় আমার বসতবাড়ীর সীমানায় থাকা বিভিন্ন প্রজাতির গাছ ভেঙ্গে ফেলে অনুমান ৪০ হাজার টাকা ক্ষতি সাধন করে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply