সোনাতলা সংবাদ ডেস্কঃ কালোবাজারির উদ্দেশে ভিজিএফের চাল মজুদ ও বিক্রির মামলায় বগুড়ার সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বেলালসহ ২জনকে জামিনের আবেদন নামুন্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়া হয়েছে। হাজতে প্রেরণকৃত অপর আসামি হলো সোনাতলা পৌর এলাকার বোচার পুকুর গ্রামের চাল ব্যবসায়ী মোজাম্মেল হোসেন পাপ্পু।
২৯ অক্টোবর রোববার বগুড়ার দায়রা জজ একেএম মোজাম্মেল হক তাদের জামিনের আবেদন শুনানী শেষে ওই আদেশ দেন।
সোনাতলা উপজেলা পরিষদের তৎকালীন নির্বাহী অফিসার সাঈদা পারভীনের নেতৃত্বে পুলিশদল গত ১৯ এপ্রিল-২০২৩ দুপুর দেড়টার দিকে সোনাতলার আগুনিয়াতাইর গ্রমের আসামি তারাজুল ইসলামের চালমিলের চাতালের গুদাম ঘরে অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখা ১৫ বস্তায় ৪৫০ কেজি চালসহ ওই গুদাম ঘর সিলগালা করেন।
এব্যাপারে সোনাতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার কর্যালয়ের কার্য সহকারী আতিকুর রহমান বাদি হয়ে সোনাতলা থানায় এই মামলা দায়ের করেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com