আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় চোর চক্রের তিন সদস্য ইজিবাইকসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ ঘটনায় ইজিবাইক চালক কাহালু উপজেলার দক্ষিণ দেবখন্ড (কেশবপুর) গ্রামের মোঃ লাদু মন্ডলের ছেলে রব্বানী(৩৪), একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, ইজিবাইক চালক রব্বানী প্রতিদিনের ন্যায় ইজিবাইক নিয়ে বিকাল সাড়ে তিনটার সময় বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার মোল্লাপাড়া আট কুঠুরি বাসার সামনে রেখে তার পূর্ব পরিচিত দারোয়ানের রুমে দুপুরের খাবার খাইতে যায়। খাবার শেষে বাসার বাহিরে এসে দেখতে পায় কে বা কাহারা তার ইজিবাইকটি চুরি করে নিয়ে গেছে। অনুসন্ধানে ও সোনাতলা থানা পুলিশের সহযোগিতায় ওই দিন দিবাগত গভীর রাতে উপজেলার দিগদাইড় ইউনিয়ন গনিয়ারীকান্দি গ্রামস্থ জনৈক সায়েদ মাস্টারের ইটভাটার সামনে থেকে ইজিবাইকসহ তিনজনকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়া সদরের মালগ্রাম উত্তরপাড়ার মোঃ রফিকুল মন্ডলের ছেলে মোঃ রকি@ বাদশা(২৫),লতিবপুর কলোনির মোঃ মোস্তাফিজারের ছেলে মোঃ শান্ত @আকাশ(২৪) ও সোনাতলা উপজেলার দিগদাইড় শিহিপুর (মৃধাপাড়া) গ্রামের মৃত ইনছের আলীর ছেলে মোঃ মানিক মিয়া(৪৮)।
গ্রেফতারকৃতদেরকে ২৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।
Leave a Reply