স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজে উপজেলা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ,অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১০ মার্চ সোমবার বগুড়ার সোনাতলা সরকারি নাজির আখতার কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জরিফুল ইসলাম, সোনারতলা পৌর ছাত্রদলের সভাপতি বকুল ইসলামসহ কলেজ ক্যাম্পাসের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে তারা বলেন, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে যে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ,অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার আমরা এধরনের ঘৃর্ণিত কাজের তীব্র নিন্দা জানাই সে সাথে বিচার বিভাগের প্রতি আহ্বান দ্রুত ধর্ষকের বিচার কার্যক্রম সম্পন্ন করতে।
Leave a Reply