স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের চালকান্দী গ্রামে জনতা কর্তৃক ৩৫ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেবরা খাতুন ও তার স্বামী ফিরোজ হোসেন (৪০) কে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
১ নভেম্বর, শুক্রবার বিকাল ৪ টার সময় তার নিজ বাড়ি থেকে ইয়াবাসহ হাতে নাতে তাদেরকে আটক করেছে এলাকাবাসী।
এসময় মাদকবিরোধী অভিযানের অন্যতম সদস্য মেহেদী হাসান হীরু জানান, দীর্ঘদিন ধরে ঈদগাঁহ ও জুম্মার নামাজের বয়ানে ওই মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা ছেড়ে দেয়ার আহ্বান জানানো হয়। কিন্তু তারা কোন কর্ণপাত না করে ব্যবসা অব্যাহত রাখে। এতে করে এলাকার যুব সমাজ ক্রমাগতভাবে মাদকের দিকে ঝুঁকে পড়ছে।
ওই দম্পতির বাড়িতে কিছু মানুষ ইয়াবা সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে বগুড়া ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চারালকান্দী গ্রামের বাসিন্দা সমাজ সেবক মাজেদুর রহমান জুয়েলের নেতৃত্বে এলাকাবাসীসহ সেখানে পৌঁছলে মাদকসেবীরা পালিয়ে যায়। পরে সাহেরা বেগম ও ফিরোজ দম্পতির ঘর থেকে ৩৫ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মিলাদুন্নবী সত্যতা স্বীকার করে বলেন, জনতা ও পুলিশ কর্তৃক মাদক ব্যবসায়ী সাহেরা বেগম ও ফিরোজ দম্পতিকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি মাদক
মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।
Leave a Reply