আব্দুর রাজ্জাক,ষ্টাফরিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় এসএসসি পরীক্ষায় সাদিয়া ও সাফিয়া জমজ দুই বোন উভয়ই জিপিএ-৫ পেয়েছে।
সাদিয়া ও সাফিয়া, দেশ ও জাতির সেবায় নিজেদেরকে কাজে লাগিয়ে সেবা করতে চায়। তাদের ইচ্ছা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া। তাদের স্বপ্ন বাস্তবায়নে সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।
সাদিয়া ও সাফিয়া সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
তারা একসাথেই সরকারি সোনাতলা মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল। তারা সোনাতলা উপজেলা পৌর এলাকার গড়চৈতন্যপুর গ্রামের আবু সালেহ জমজ দুই কন্যা সন্তান। মাতা গৃহিণী মাহমুদা বেগম।
গত রবিবার ১২ মে ফলাফলে দেখা যায়, জিপিএ -৫ প্রাপ্তের মধ্যে সাদিয়া প্রাপ্ত নম্বর- ১১১০ আর সাফিয়ার প্রাপ্ত নম্বর- ১১০৪।
জমজ দুই কন্যার বাবা টেক্সটাইল আইটি ম্যানেজার পদে একটি কোম্পানিতে কর্মরত আছে। তার চাওয়া তারা ভালো মানুষ হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারে । তিনি আরো বলেন তাদের স্বপ্ন ও আশা পূরণে আমি সর্বাত্মক সহযোগিতা করব। তারা যেন দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে পারে এটিই আমার প্রত্যাশা।
Leave a Reply