বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সোনাতলা উপজেলা ছাতিয়ানতলা গ্রামে জমা-জমি সংক্রান্ত জেরে ওই এলাকার মতিয়ার ও তাহেরুল গং এর গত ১৮ই মার্চ মারপিটের ঘটনায় তাহেরুল ইসলাম নিহত হওয়ার পর, তাহেরুল ইসলামের স্ত্রী রিতা বেগম বাদি হয়ে সোনাতলা থানায় মতিয়ার সহ ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ওই মামলায় অভিযুক্ত আসামিরা পলাতক ও গ্রেফতার হয়ে জেল হাজতে থাকেন। এরই এক পর্যায়ে গত জুন মাসের ১৮ তারিখে উচ্চ আদালত থেকে ৬ মাসের অগ্রিম জামিন পান মতিয়ার সহ ৬ জন। জামিনে আসার পর মঙ্গলবার সকাল ১০ টায় তাদের বাড়িঘরে উঠলে প্রতিপক্ষের লোকজন মতিয়ারের বাড়িতে হামলা চালিয়ে ঘরের বেড়া ও আসবাবপত্র ভাংচুর করে বলে জানায় মতিয়ার রহমান । এসময় মতিয়ারের মেয়ে মিথিলা জানান, উপায়হীন হয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করলে সোনাতলা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তিনি আরো বলেন, প্রথমে আমরা বাড়িতে না থাকায় তারা আমাদের ঘরের টিভি, ফ্রিজ,আলমারি, বাক্স, খাট,ও ঘরের অন্যন্য জিনিস পত্র ও গরু,এবং বারান্দা টিন ছাপড়া খুলে নিয়ে যায়। এব্যাপারে সোনাতলা থানার ওসি সৈকত হাসানের সাথে কথা বললে তিনি জানান, ৯৯৯ লাইনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com