সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার পাকুল্লা ইউনিয়নের পদ্মপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উক্ত গ্রামের বকুল, লাজু, তোফাজ্জালসহ আরো কয়েকজন লাঠিসোঠা নিয়ে জমিতে ধান কাটতে যায়।
প্রতিপক্ষ বুলু বেপারী ও তার ছেলে ফিরোজ উদ্দিন বেপারী এসময় ধান কাটতে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বুলু বেপারী ও তার ছেলে ফিরোজ উদ্দিনের উপর হামলা করে। এতে তারা গুরুতর আহত হন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মো. মিলাদুন্নবী বলেন, ‘ঘটনাটি শুনেছি। আহতদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com