সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুডার সোনাতলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধু গুরুতর আহত হয়েছে। আহত শিউলি বেগম (৫৫) উপজেলার চকনন্দন গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের ছেলে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সোনাতলা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। গত বুধবার বিকালে চকনন্দন চারমাথায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার চকনন্দন গ্রামের সাইফুল ইসলামের পরিবার ও একই এলাকার প্রতিপক্ষ মৃত আব্দুল করিম খোকার পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে কলহ বিবাদ চলে আসছিলো। সেই সূত্রে মৃত আব্দুল করিম খোকার তিন ছেলে জামিল, জিহাদ ও জনিসহ তাদের পরিবারের অন্যান্যরা সাইফুল ইসলামের জায়গা-জমি দীর্ঘদিন যাবত জোরপুর্বক দখল করার পায়তারা করে চলেছে। শুধু তাই নয়, উক্ত বিষয় নিয়ে নানা ধরনের ভয়ভীতিকর হুমকিও প্রদান করে আসছে। এর আগেও শিউলি বেগমকে মারধর করায় তারা একটি মামলা দায়ের করে, যা বর্তমানে আদালতে চলমান রয়েছে বলেও অভিযোগ সুত্রে জানা গেছে।
বিবাদমান এই অবস্থায় গত বুধবার বিকেলে শিউলি বেগম প্রতিবেশী ভাসুর তারা মন্ডল এর বাড়ীর ফ্রিজে রাখা মাংস আনার জন্য বাড়ী হতে বের হলে চকনন্দন চার মাথা আনারুলের দোকানের সামনে রাস্তার উপর পৌছা মাত্রই বিবাদী জামিল, জিহাদ ও জনিসহ তাদের সহযোগিদের সাথে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাকে পথরোধ করে হাতে লাঠি সোঠা, লোহার রড, এস এস পাইপ, গাছের ডাল দিয়ে বেধরক মারপিট করে। এতে তিনি কোমরে মারাত্মক আঘাত পান। এরপর গুরুতর আহত শিউলি বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন উল্লেখিত ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com