সংবাদদাতা: বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্তে মামলার জেরে বাদিকে মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বিবাদিরা । ঘটনাটি ঘটেছে উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর (উত্তর পাড়ায) গ্রামে।
বাদি বিউটি বেগম ও থানার জিডি সুত্রে জানা গেছে, দির্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্তে একই পাড়ার প্রতিবেশীদের মধ্যে বিরোধ চলে আসছে। এমতাবস্থায় বিগত ৫ই ফেব্রুয়ারী ২২ ইং প্রতিবেশী বিবাদী মৃত ছায়েদ আলী বেপারীর ছেলে মোঃ মেহেদী হাসান লাবু, মেহেদী হাসান সাবু সহ মোছাঃ সুরভী হাসান, মোছাঃ সাথী হাসান, মোছাঃ বিউটি হাসান, বিজলী হাসান, মোঃ শাহিন মিয়া, শহিদুল ইসলাম ও টিপু সুলতানগনেরা বাদি বিউটি এবং তার স্বামীকে আক্রমণ ও মারধর করে । এমনকি বিবাদিরা ওই সময়ে বাদির স্বামীকে দাহ্য পদার্থ (এসিড) নিক্ষেপ করলে বাদির স্বামীর মুখমণ্ডল ঝলছে যায় ।
ওই ঘটনায় সে সময়ে বাদী বিউটি বেগম উপরে উল্লেখিত ৯ জনকে আসামি করে সোনাতলা থানায় মামলা দায়ের করেন এবং বাদি তার স্বামীকে দির্ঘদিন চিকিৎসা করে সেরেও তোলেন ।
পরবর্তীতে বিবাদিরা আদালত থেকে ওই মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়িতে চলে আসে । এরপর ১৭ই ডিসেম্বর শনিবার বিবাদিরা বাদি বিউটির বাড়িতে গিয়ে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। তখন বাদী মামলা তুলে নিবে না বলে তাদেরকে জানিয়ে দেয় । একপর্যায়ে বাদীর কথা শুনে বিবাদীরা আরো ক্ষিপ্ত হয়ে এবং লাঠিসোটা, লোহার রড নিয়ে হামলা করার পরিকল্পনা করে। এটি তারা বুঝতে পেরে জীবন রক্ষার্থে ডাক চিৎকার সুরু করে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বিবাদীরা চলে যায় ।
এদিকে বিবাদীরা সেখান থেকে এসে বাদীর জমিতে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করে জবর দখলের চেষ্টা করে বলেও জিডিতে উল্লেখ করেন বাদি । সেইসাথে বিবাদিদের এহেন অবস্থা দেখে বাদি ও তার স্বামী প্রানের ভয়ে নিরাপদ স্থানে সরে পড়ে । এঘটনায় বাদী বিউটি বেগম থানায় এসে বিবাদীদের নাম উল্লেখ করে জিবনের নিরাপত্তার স্বার্থে একটি জিডি করেন । বাদী ও তার স্বামীকে বিবাদীরা প্রতিনিয়ত মারধর সহ জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে । এতে করে বাদী ও তার স্বামী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করেন ।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জিডির বিষয় নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Leave a Reply