আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন দক্ষিণ আটকরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটে সুজাউল ইসলাম সুজা (৫৫),নামের একজন নিহত হয়েছে। ২৪ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০টার সময় বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটকরিয়া গ্রামে ইটের প্রাচীর নির্মাণ করা নিয়ে এঘটনা ঘটে।
জানাযায়, মৃত নুনু মিয়ার ছেলে সুজাউল ইসলাম সুজা তার ছোট ভাই আব্দুল মালেক (৪৫)’র সাথে দীর্ঘ দিন থেকে জমা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে সোমবার সকাল সাড়ে ১০টার সময় ছোট ভাই আব্দুল মালেক বড় ভাইয়ের বসতবাড়ির গেটের সামনে ইটের দেয়াল তুলতে লাগলে বড় ভাই সুজা বাধা প্রদান করলে প্রতিপক্ষ আপন বড় ভাই মোঃ বাবলু মিয়া (৬৫),ও ছোট ভাই মোঃ আব্দুল মালেক ছেলে মোঃ তামিম হোসেন (১৩), স্ত্রী চামেলী আক্তার (৪২) মারপিট শুরু করে। মারপিটে সুজা গুরুতর আহত হয়। আত্মীয়-স্বজন সুজাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। বগুড়া যাওয়ার পথে বিকাল ৪ ঘটিকায় মাটিডালি পৌছিলে তিনি মৃত্যুবরণ করেন। এরিপোর্ট লেখা অবদি মামলার প্রস্তুতি চলছিলো।
এব্যপারে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান সোনাতলা সংবাদকে বলেন, লাশের মৃত্যুর কারণ সঠিক নির্ণয়ের জন্য মর্গে প্রেরণ করা হয়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply