সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা পৌর এলাকায় জোরপূর্বক জমি দখলের জেরে মারপিটের ঘটনা ঘটেছে। এতে মিনা বেগম ও রেহেনা বেগম নামের দুই মামাতো-ফুফাতো বোন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হরেছে। ঘটনাটি ঘটেছে ৭ জুলাই দুপুর ২টার দিকে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে আগুনিয়াতাইর গ্রামে। এ ঘটনায় মিনা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইর গ্রামের মৃত ময়েজ উদ্দিন আকন্দের ছেলে শাহ আলম আকন্দের সাথে মিনা বেগমের বিয়ে হয়। সংসার করাকালে তাদের ঔরসে এক পুত্র সন্তানে জন্ম হয়। যার নাম মাঈনুল ইসলাম। পুত্রের বয়স যখন ১০ বছর তখন শাহ আলম তার স্ত্রী মিনা বেগমকে আগুনিয়াতাইর মৌজার জেএল নং সি এস ১৪৭,এম.আর.আর ২৬১,আর.এস ১৪৪৫ এবং হালে ৬৬৭৬(শ্রেণি ধানী) নং দাগে ৫০ শতাংশ জমির কাতে ০৫ শতাংশ জমি ১১/০৩/২০০৮ তারিখে দলিল মুলে সাইট উল্লেখ করে রেজিস্ট্রি করে দেন। যার দলিল নং ১০৩৫। স্বামী শাহ আলম আকন্দের মৃত্যুর পর ওই ০৫ শতাংশ ছাড়াও একই দাগে আরো কয়েক শতাংশ জমি রয়েছে। ওয়ারিশ সুত্রে সেখানে বাদীর নাবালোক ছেলের অংশ রয়েছে। স্বামীর মৃত্যুর পর ওই জমি সোনাতলা সদর ইউনিয়নের চামুরপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিন এর ছেলে তারাজুল ইসলাম ক্রয়কৃত জমি বলে দখলে নেয়ার চেষ্টা করে আসছে।
একই জেরে গত ০৫/০৭/২০২৫ইং তারিখে তারাজুল তার লোকজন নিয়ে জোরপূর্বক ওই জমিতে ইটের ঘর নির্মাণ কাজ শুরু করে। তখন মিনা বেগম বাধা দিলে তা অমান্য করে কাজ করতে থাকে। এমনিবস্থায় মিনা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। এরপর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাময়িকভাবে কাজ বন্ধ রেখে উভয়পক্ষকে ওই জমির প্রয়োজীয় কাগজপত্র নিয়ে থানায় আসার পরামর্শ দেন।
এরপর গত ০৭/০৭/২০২৫ ইং তারিখে ওই জমিতে তারাজুল পক্ষ আবারো কাজ শুরু করলে মিনা বেগম তার ফুফাতো বোন রেহেনাকে সঙ্গে নিয়ে বাধা দিতে গেলে সেখানে মারপিটের ঘটনা ঘটে। এতে মিনা ও রেহেনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় মিনা বেগম বাদী হয়ে তারাজুল ইসলাম ও জাহাঙ্গীর এর নামে আবারো ০৯/০৭/২০২৫ইং তারিখে থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে তারাজুল ইসলাম বলেন, মিনা বেগম তার লোকজন নিয়ে আমার নির্মাণাধীন বাড়িতে হামলা করে ইটের গাথুনি ভেঙ্গে অনেক ক্ষতি করেছে। লোকমুখে শুনলাম মিনা নাকি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, আমরা তো ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিতই ছিলাম না। সেখানে মারপিটের ঘটনা কিভাবে ঘটলো? নিজের দোষ ঢাকতেই এঘটনা তার সাজানো নাটক ছাড়া আর কিছুই না।
এ ব্যাপারে থানা ডিউটি অফিসার এএসআই আতিকুর রহমান আতিক বলেন,মিনা বেগম নামের এক মহিলা অভিযোগ দিয়ছে।বিষয়টি ওসি স্যারকে অবগতকরে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com