সোনাতলা সংবাদদাতাঃ বগুড়ার সোনাতলায় জমি জবর দখল করে ইটের পাকা ঘর নির্মাণ করায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।থানায় দায়েরকৃত অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার পশ্চিম তেকানী গ্রামের মৃত মৃণাল কান্তির ছেলে অভিজিত কুমার ও দিলিপ কুমার সাহা’র সম্পত্তি যাহার মৌজা হাঁসরাজ, জে,এল নং- ৫০, খতিয়ান নং- ৫১৬, সাবেক দাগ নং- ৫৮৮.জমির পরিমাণ ০৭ শতক জমি পৈত্রিক সূত্রে দখল ভোগ করে আসা অবস্থায় গত ১৩/০৩/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ১০টার দিকে একই উপজেলার হাঁসরাজ গ্রামের মৃতইংরাজ প্রামানিকের ছেলে মোঃ বাদশা প্রাং (৫৬), মোঃ ছামছুল হক (৬৪), বাদশা প্রামানিকের ছেলে মোঃ মুকুল প্রাং (২৮) উক্ত তফশীলভূক্ত সম্পত্তিতে গিয়ে উপস্থিত ঘর জোরপূর্বক ভেঙ্গে ফেলে নতুন পাকা ঘর নির্মাণ করার প্রস্তুতি গ্রহণ করে।
এ ঘটনায় অভিজিত কুমার ও দিলিপ কুমার সাহাসহ শরিকগণ ঘর নির্মাণে নিষেধ করায় বিবাদীরা তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ ভয়ভীতি ও খুন জখমের হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে, গতকাল ০৯ এপ্রিল, ২০২৫ ইং তারিখ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উক্ত সম্পত্তির উপর ফের ইটের পাকা ঘর নির্মাণ করা হচ্ছে সংবাদ পেয়ে অভিজিত কুমার ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় বিবাদীগণসহ আব্দুল হালিম, মৃত বছির খলিফার ছেলে সাবেক ইউপি সদস্য শাহ আলম ও আরও অজ্ঞাত ৭/৮ জন লোক রড, ধারালো ছোরা, লাঠি, দা হাতে অবস্থান করে ঘর নির্মাণ করছে।
এ সময় অভিজিত তাদেরকে ঘর নির্মাণে বাধা নিষেধ করায় বিবাদীগণ অভিজিত কুমার কে বেদম মারপিট করে। পরে স্থানীয় লোকজন অভিজিত কুমারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয়।
হাসপাতালে চিকিৎসাধীন অভিজিত কুমারের বুকে আঘাতের কারণে প্রচন্ড ব্যথা করছে বলে জানান। অভিজিত কুমারের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর। এ ঘটনায় অভিজিত কুমার বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে সোনাতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মিলাদুন নবী বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply