সোনাতলা সংবাদ ডেস্কঃ আজ সোমবার উপজেলা প্রসাশনের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাবা-মাকে সম্মান করতে হবে এবং বাবা-মার কথা মনোযোগ সহকারে শুনতে হবে। সেই সাথে স্কুল কলেজের শিক্ষকদেরও সম্মান করতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ রুখসানা প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল ইসলাম।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com