সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপলক্ষে আলোচনা সভা আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল করিম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সেক্রেটারি প্রভাষক মাও রবিউল ইসলাম, পৌর সেক্রেটারি মো: শহিদুল ইসলাম, ইবনে সিনার কোম্পানির এরিয়া ম্যানেজার কবিরুল বাশারসহ আরও অনেকে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাও রফিকুল ইসলাম,দিগদাইড় জামায়াতের আমীর মহিদুল ইসলাম, বালুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সাবিরুল ইসলাম, দিগদাইড় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি শাকিরুল ইসলামসহ আরও অনেকে।
Leave a Reply