সোনাতলা সংবাদ ডেক্সঃ “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১র্মাচ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সান লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যানারসহ বিভিন্ন ব্যানানের সমন্বয়ে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা বঙ্গবন্ধু হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম, সান লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড বিভাগীয় ইনচার্জ মাওলানা আব্দুস শহীদ, পপুলার লাইফ ইন্সুরেন্স বগুড়া জেলা ইনচার্জ সিদ্দিকুর রহমান, সান লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড সোনাতলা ব্র্যাঞ্চ ম্যানেজার সঞ্জীব রহমান সজীব, জীবন বীমা কর্পোরেশন সোনাতলা ব্র্যাঞ্চ ম্যানেজার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স সোনাতলা ব্র্যাঞ্চ ম্যানেজার আমিরুল ইসলাম
Leave a Reply