আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মৎস্য চাষী ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই সোমবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোখছানা আক্তার , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মঈনুল হক, উপজেলা পরিসংখ্যান অফিসার সামিউল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেম। উল্লেখ্য ২৪ জুলাই থেকে আগামী ৩০ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ কার্যক্রম চলবে। ২৫জুলাই র্যলি ও উদ্বোধনী আলোচনা সভা, সফল মৎস্য চাষীকে পুরস্কার প্রদান, পোনা মাছ অবমুক্ত করণ, মৎস্য সেক্টরে বর্তমানে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ পালন করবেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com