আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ "স্মার্ট খুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মার সভাপতিত্বে উপজেলা চত্বর থেকে একটি রেলি বের হয়ে উপজেলা বঙ্গবন্ধু হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ময়নুল হক এর সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন ইজদানী স্বাগত বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, আলোর প্রদ্বীপ যুব সংগঠনের সাংগঠনিক সম্পাদক মালিহা, যুব উন্নয়ন কম্পিউটার ইনেস্ট্রাক্টর দানেশ আলী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাফিউল ইসলাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুবীর কুমার পাল। শেষে ১৩ জন যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষার্থীদের মাঝে ৮লক্ষ টাকা গাভী পালনে জন্য ঋনের চেক বিতরণ করেন।
পরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় ২মাস মেয়াদী বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ৪০ প্রশিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com