স্টাফ রিপোর্টারঃ বগুড়া সোনাতলা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ওয়কারথন, র্যালি, মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা চত্তরে জাতীয় সমাজ সেবা দিবস পালন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসাইন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী, মহিলা বিষয়ক কর্মকর্তা মঈনুল হক, সমাজসেবা কার্যালয়ের কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
পরে ৫ আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংগ্রহনকারী শিক্ষার্থীদের ওয়াকাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কার্যালয়ে মুক্ত আড্ডা শেষে ওয়াকাথন প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহি অফিসার স্বীকৃতি প্রামানিক।
Leave a Reply