প্রেস রিলিজ: আসন্ন আগামী পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার বিকাল ৪টায় জরুরি রোকন সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে পৌর মেয়র প্রার্থী মনোনীত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ছাত্রনেতা উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খানকে।
এছাড়াও উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সৈয়দ আহম্মদ ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রবিউল ইসলামকে দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং সাবেক ছাত্রনেতা বর্তমান মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করেন আব্দুল আলীমকে।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সহ-সেক্রটারি মাওলানা আব্দুল বাছেদ,জেলা জামায়াতের কর্মপরিষদ উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, গাবতলি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ক্বারী মাওলানা আব্দুল মজিদ, সোনাতলা উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম,নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম,
সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, পৌর আমীর অ্যাডভোকেট জাহিদুল হক, মানব সম্পাদক বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মান্নান, যুব জামায়াতের সভাপতি শেখ শাকিলসহ উপজেলা এবং ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
Leave a Reply