স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় তেকানী চুকাইনগর নগরের স্হানীয় একটি স্কুল মিলানায়তনে শুক্রবার সকাল ৭টায় বগুড়া-১আসনের মাসিক বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়।
আসন পরিচালক উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন।
সোনাতলা উপজেলা জামায়াতের নায়েবে আমির বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল করিম, সারিয়াকান্দি উপজেলা আমীর মাওলানা ইকবাল হোসেন,
সোনাতলা উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, সোনাতলা উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।
নির্বাচনী বৈঠক শেষে প্রধান অতিথির মিলনের পাড়ায় একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
Leave a Reply