স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ২০০৬ সালে ২৮ অক্টোবর ইতিহাসের কালো অধ্যায় আওয়ামী সন্ত্রাসীদের লগি- বৈঠার নৃশংস হত্যাকান্ডের খুনিদের বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর উপজেলা জামায়াত ইসলাম কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মোজাহিদুল ইসলাম।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত ইসলামী উপজেলা সেক্রেটারি রবিউল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, জামায়াত ইসলামী পৌর আমির অ্যাডভোকেট জাহিদুল হক, জামায়াত ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আলবার আকন্দ।
এ সময় উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে পৌর এলাকার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।
Leave a Reply