সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় কবলাকৃত জায়গার দিক নির্ধারণ নিয়ে দুপক্ষের মধ্যে দিধাদ্বন্দ, দেয়াল ভেঙ্গে জোর পুর্বক দখলের চেষ্টা থানায় অভিযোগ। ঘটনাটি ঘটেছে ১৩ জুলাই বৃহস্পতিবার উপজেলার পাকুল্লা ইউনিয়নের পাকুল্লা বাজার মাদ্রাসায় সংলগ্ন। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী মিলনের পাড়া গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে জাহাঙ্গীর কবির ৩ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন পাকুল্লা গ্রামের মৃত রহিম উদ্দিন আকন্দের ছেলে জয়নাল আবেদীন আকন্দ, মৃত সেকেন্দারের ছেলে মোঃ জিলাল মিয়া, জয়নাল আবেদীন আকন্দের ছেলে জিসান।
জাহাঙ্গীর কবির অভিযোগে উল্লেখ করেন, পাকুল্লা মৌজার জেএল নং-১৫, খতিয়ান নং- ৭৫৫, সাবেক দাগ নং-৫৮৪, বর্তমান দাগ নং-১০০৪, জমির পরিমান-২৫ শতক এর কাতে ০১ শতক । উক্ত সম্পত্তি আমার এবং আমার ছোট ভাই মোঃ আবু রায়হান এর নামীয় কবলা কৃত সম্পত্তি। যাহা খাজনা খারিজ পরিশোধ করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করিয়া আসতেছি। প্রতিপক্ষরা উক্ত সম্পত্তি তাহাদের বলিয়া দাবী করে মাঝে মধ্যে আমাদেরকে মারপিট করার চেষ্টা করাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে। ১৩জুলাই বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষরা তফশীল ভুক্ত সম্পত্তির জোপূর্বক জবর দখল করার উদ্দেশ্যে উক্ত সম্পত্তিতে থাকা আমাদের পাকা দোকান ঘর ভাংচুর করে। বিষয়টি দেখতে পেয়ে আমিসহ আমার পরিবারের লোকজন বাধা নিষেধ করিলে প্রতিপক্ষরা আমাদেরকে মারপিট করার উপক্রম করাসহ অকথ্য অশ্লিল ভাষায় গালিগালাজ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এছাড়াও তারা বাধা নিষেধ অমান্য করে উক্ত সম্পত্তিতে নতুন করে স্থাপনা তৈরী করতেছে। প্রতিপক্ষরা বর্তমানে উক্ত বিষয়কে কেন্দ্র করে আমাকে মারপিট ও খুন জখমকরাসহ তফশীল ভুক্ত সম্পত্তিতে যে কোন সময় আইন শৃঙ্গলার অবনতি ঘটাইতে পারে বলে আশংঙ্কা করছি।
এ বিষয়ে প্রতিপক্ষ জিলাল জানান, মূল জোরদারের কাছ থেকে দেলবর মাদরাসা সংলগ্ন উত্তর পশ্চিম ধারে ১শতক জমি ক্রয় করে । পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় ৩ শতাধিক ব্যাক্তির উপস্থিতিতে আমরা সেই ধারে ১শতক জায়গা বের করে দিয়ে বাকী জায়গাতে ঘর নির্মাণ করছি।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯৯৯ লাইনে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো এবং উভয় পক্ষকে বসে নিরসন করে কাজ করতে বলা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com