আব্দুর রাজ্জাক, প্রধান প্রতিবেদকঃ বগুড়ার সোনাতলায় এমপি সাহাদারা মান্নানের একান্ত উদ্যোগে ২০২০-২০২১ সালের এস.এস.সি ও এইচ.এস.সি'র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধা সংবর্ধনার জন্য অনলাইন রেজিস্ট্রেশনের উদ্বোধন করা হয়েছে। ১৭ নভেম্বর শুক্রবার সকালে উপজেলা বঙ্গবন্ধু হলরুমে অনলাইন রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের শুধু জিপিএ-৫ পেলেই হবে না, তোমাদের অবশ্যই মানবিক গুণসম্পন্ন ব্যক্তি হতে হবে। তোমাদেরকে মানুষের মানুষের মতো মানুষ হতে হবে। তোমাদের মধ্যে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে তোমরাই দেশের ভালো ভালো যায়গায় যাবে। তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মেধা সংবর্ধনার মধ্যে দিয়ে প্রতিযোগীতা মূলক উৎসাহ উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে অগ্রগতি হবে বলে তিনি মনে করেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, ভিকনের পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এন্তেজার রহমান, বালুয়াহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান কবির, দাউদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফরহাদ হোসেন জুয়েল, সাংবাদিক প্রভাষক ইকবাল কবির লেমন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল, বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়ারুল ইসলাম শাহীন, ভেলুরপাড়া এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com