সোনাতলা সংবাদ ডেক্সঃ বগুড়ার সোনাতলায় চামুরপাড়া গ্রামে ট্রেনের ধাক্কায় মানুষিক ভারসাম্যহীন মহিনা বেগম (৪২) নামে মহিলার মৃত্যু হয়েছে।
২৭ জানুয়ারীশনিবার সকাল পৌনে ৮টায় সদর ইউনিয়ন চামুরপাড়া রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে রেল লাইনের পাশ দিয়ে হাঁটাহাঁটি করার সময় ট্রেনের ধাক্কায় এঘটনা ঘটে।
এলাকা সুত্রে জানা যায়, বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহার গামী ৯২ ডাউন কলেজ ট্রেন সোনাতলা ষ্টেশন পার হয়ে চামুরপাড়া রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে মহিলা হাঁটাহাঁটি করার সময় ট্রেনের ধাক্কা লেগে তার মৃত্যু হয়। মহিনা বেগম চামুরপাড়া গ্রামের মিনহাজ এর স্ত্রী।
Leave a Reply