স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কা লেগে অজ্ঞাতনামা মহিলার (৫৫) মৃত্যু হয়েছে। ২ মার্চ রবিবার আনুমানিক রাত সাড়ে ৮ টায় উপজেলা সদর ইউনিয়নের চামুরপাড়া রেলওয়ে লাল ব্রীজের দক্ষিণ পাশে এঘটনা ঘটে।
জানা যায় লালমনি থেকে ছেড়ে আসা সান্তাহার গামী পদ্মরাগ মেইলট্রেন এর সহিত অজ্ঞাতনামা মহিলা ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন।
সোনাতলা থানার এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বগুড়া রেলওয়ে ফাঁড়ি থানা পুলিশ না আসা পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা অবনতি না হয় সে বিষয়ে তৎপর ছিলাম।
বগুড়া রেলওয়ে থানার এসআই মোঃ শফিকুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ রিপোর্ট লেখা অবদি লাশ বগুড়া ফাড়ি থানায় আছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com