সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নুরপুর ডেইরী পিজির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২শে মার্চ শুক্রবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক পরিচালিত উপজেলার কারবালা বাজার সংলগ্ন নুরপুর ডেইরি পিজির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নুরপুর ডেইরি পিজির সভাপতি দিলিপ রায় সুজনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিদা হাসান খান (টিটো), প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কে এম শাহনেওয়াজ তালুকদার বাবু, দিগদাইড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী নিরাঞ্জন চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগ নেত্রী ওয়াসিয়া আক্তার রুনা প্রমুখ।
এ অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা সাদ্দাম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন নুরপুর ডেইরি পিজির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। আরো উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের কোষাধ্যক্ষ, মোঃ সবুজ মিয়া, সাংগঠনিক,ফারুক হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য, মোছাঃ স্বপ্না বেগম, শ্রীমতী কামনা রানী, সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ আঃ মমিন মিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।
আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে দেশ জাতির মঙ্গলকামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময়ে দুশতাধিক রোজাদারদের ইফতার করানো হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com