আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় বিএনপি জামাতের ডাকা রোববার সকাল সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালের শুরুতে সকাল থেকে উপজেলায় যানচলাচল ছিল স্বাভাবিক।
সকাল-সন্ধ্যা হরতালে পৌর এলাকার বড় বাজার, মাদ্রাসামোড়, ঘোড়াপীর, রেলস্টেশন, গাজিপ্লাজার মোড় ও বাসস্ট্যান্ডে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এছাড়াও উপজেলার বিভিন্ন রাস্তায় সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলের চলাচল স্বাভাবিক রয়েছে। স্কুল-কলেজ, অফিসগামীসহ পথচারীদের রাস্তায় দেখা গেছে। কোথাও হরতাল সমর্থককারীদের পিকেটারদেরও দেখা মেলেনি। তবে দূরপাল্লার বাসচলাচল বন্ধ রয়েছে।
এদিকে পৌর এলাকার গাজিপ্লাজার মোড়ে দায়িত্বরত উপ-পুলিশ পরিদর্শক নুর ইসলাম বলেন, 'আমরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি। আর সকাল থেকে বিভিন্ন মোড়ে টহল দিচ্ছি'।
সোনাতলা থানার ইনস্পেক্টর (তদন্ত) নান্নু খান বলেন, 'সোনাতলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপৃতিকর ঘটনা ঘটেনি। আমরা পুলিশেরা সতর্ক অবস্থানে রয়েছি'।
বিকালে আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের হরতাল বিরোধী সমাবেশ করার কথা রয়েছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক।
তবে সোনাতলা উপজেলার কয়েকজন আওয়ামীলীগের নেতা জানিয়েছেন, হরতালের প্রতিবাদে আজকে সোনাতলায় আওয়ামীলীগের কোনও সভা সমাবেশ হয়নি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com