
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার তিনটি ইউনিয়নের সুবিধা ভোগীদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। ২৫ জুন রোববার তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্ব স্ব ইউনিয়ন পরিষদে গিয়ে হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ঈদের আগে এ চাউলগুলো বিতরণ করেন। এ উপলক্ষে প্রতিটি ইউনিয়নের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পাকুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম লতিফুল বারী টিম, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক রেজাউল করিম রেজা, পাকুল্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক সরকার, যুবলীগ নেতা আব্দুল মোমিন, বিভিন্ন নেতাকর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল সুবিধা ভোগীরা।
Related
Leave a Reply