সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ ৩ মামলার পলাতক আসামি ও বালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আতাউর রহমান আতাকে আজ সোমবার (১২ মে) সোনাতলা থানা পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
থানা সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ আটকরিয়া গ্রাম থেকে আতাউর রহমান আতা (৪৫) কে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত সিপাতুল্লা সোনারের ছেলে। তার বিরুদ্ধে সোনাতলা থানায় ৩টি নাশকতা মামলা রয়েছে।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, গ্রেফতারকৃত আতাউর রহমান আতাকে আজ সোমবার (১২ মে) আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com