স্টাফ রিপোর্টারঃ বগুড়া সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়ে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামে ১৩ ডিসেম্বর দুপুরের দিকে। আহতরা হলেন- হলিদাবগা গ্রামের মৃত মোতরাজ আলী মন্ডলের ছেলে মো. খাজা মন্ডল(৬০), তার স্ত্রী শাহিদা বেগম(৪৮) ও ছেলে মো.শয়ন মিয়া(২৪)।
এ ঘটনায় শয়ন মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন – একই গ্রামের মো. আকালু প্রামাণিকের ছেলে মতিউর রহমান, জোড়গাছা গাছবাড়ী গ্রামের জাহিদুর রহমানের ছেলে মোশাররফ হোসেন, জাহিদুর রহমান,সিরাজুলের ছেলে দুলু মিয়া, পিতা অজ্ঞাত ফকিরা।
অভিযোগ সুত্রে জানা যায়, হলিদাবগা গ্রামে মতিউর রহমানের কয়েকটি মুরগী খাজা মন্ডলের জমির ফসল নষ্ট করতে থাকে। এ সময় খাজা মন্ডল মুরগীগুলো তাড়িয়ে দেন এবং গালাগালি করে। বিষয়টি মতিউর রহমান নিজের গায়ে নিয়ে খাজা মন্ডলকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে।উভয়ের মধ্যে গালাগালির এক পর্যায়ে মারপিটের ঘটনাসহ বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায় মতিউর রহমান ও তার লোকজন।
এ ব্যাপারে আহত শয়ন মিয়া জানান, মতিউর ও তার লোকজন আমাদের বাড়ীর মধ্যে প্রবেশ করে আমার বাবা-মা ও আমাকে মারপিট করে বাড়িঘর ভাঙচুর করতে থাকলে, আমি ৯৯৯ নাম্বারে ফোন করে প্রশাসনের সহযোগিতা কামনা করি। সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই প্রতিপক্ষরা মারপিট, বাড়িঘর ভাঙচুর এবং লুটতরাজ করে নিয়ে যায়। এরপর আমি থানায় অভিযোগ দায়ের করি। আমি দোষীদের শাস্তি দাবি করছি।
এ ঘটনায় মতিউর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান,আমার বাবা ছেলেও আহত হয়েছে এর বেশি কিছু বলতে পারব না।
এ ব্যাপারে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী জানান, উক্ত ঘটনায় থানায় একপক্ষ অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply